Friday 12 October 2012

স্বপ্ন, সফল মানুষ তৈরীর একটি শিক্ষা প্রতিষ্ঠান

সফল মানুষ তৈরী অনেক কঠিন কাজ। কার কখন কিভাবে সফলতার চারাগাছটি জন্ম নেয় বলা মুসকিল। তবে কলেজ জীবনে আমরা সিদ্ধান্ত নিই ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হওয়ার। তাই কলেজ জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। উন্নত বিশ্বে শিক্ষার্থীরা ১৬-১৮ বছর বয়স থেকে চাকুরীর পাশাপাশি কর্মসংস্থানমূলক শিক্ষা গ্রহণ করে, যা তাদের পেশাকে এগিয়ে নেয় । আমাদের দেশে শিক্ষার চিত্র পুরোপুরি ভিন্ন । এ চিত্র পাল্টাতে আমার স্বপ্ন একটি কলেজ প্রতিষ্ঠার। যেখানে শিক্ষার্থীর সফলতার চারা গাছটি জন্ম নেবে। ‘শিক্ষা থেকে সফলতা' একটি মডেল তৈরী করে কাজ করার চেষ্ঠা চলছে। এটি আমাদের গবেষণা এবং আর্ন্তজাতিক অভিজ্ঞতার আলোকে তৈরী । ‘শিক্ষা থেকে সফলতা’র মডেল অনুসারে নিম্নের বিষয়গুলো উল্লেখেযোগ্য:
  • আধুনিক, সুশাসন-সুশৃঙ্খল, অরাজনৈতিক কলেজ জীবন
  • শিক্ষাজীবনের শুরুতেই প্রয়োজনীয় বেসিক কম্পিউটার এবং ইংরেজী প্রশিক্ষণ
  • শিক্ষার্থীর পছন্দের বিষয়ে, যেমন: সাংবাদিকতা, প্রোগ্রামিং ইত্যাদি দক্ষতা অর্জনের ট্রেনিং
  • নুন্যতম কর্মসংস্থানের (পার্ট-টাইম, ফুল টাইম, ইন্টার্ন) এর সুযোগ
  • পরিপূর্ণ সফল হতে উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবসায়িক এবং আর্ন্তজাতিক সম্পর্ক
পুরো ভাবনাকে বাস্তব রূপ দিতে ক্রিয়েটিভ কর্মসংস্থান, প্রযুক্ত এবং গবেষণা ইন্সটিটিউট তৈরী করা হয়েছে।